Go Top

I'm on Fiverr with Web-development skill

Important Proverbs (Section-7)

Proverbs

যেকোনো পরিক্ষার জন্য খুব গুরুতবপূর্ণ এই Proverbs (প্রবাদবাক্য)। এগুলো শুধুমাত্র Translation হিসাবেই যে আসে তা নয়, Right Forms of Verb, Sentence Correction হিসাবেও আসতে দেখা যায়। তাই এই টপিকটি সকল পরিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বিঃদ্রঃ সকল সেকশনে ১৫টি করে প্রবাদ বাক্য আছে। সব গুলো একসাথে দেখতে নিচে All Proverbs বাটন এ Click করুন।

SLপ্রবাদবাক্য (বাংলা)Proverb
1যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়Dangers often come where danger is feared. 
2যে যায় লঙ্কায় সেই হয় রাবণHe who gets the power misuse it. 
3যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শীর ঘুম নেইThough he is careless to make his mark, others are moving.
4যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়Danger often comes where danger is feared. 
5নুন আনতে পান্তা ফুরায়After meat comes mustard, 
6পড়েছি মোগলেরতে খানা খেতে হবে সাথেI have caught a Tartar, so there is a great disgrace in store for me. 
7পরে কখনও পরের মর্ম বোঝেনাOne cannot really feel for another. 
8পেটে খেলে পিঠে সয় Pain is forgotten where gain follows. 
9পুরানো চাল ভাতে বাড়ে All that is old is not bad. 
10বোকার শত্রু নাইSilence seldom doth provoke. 
11বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী To run with the hare and hunt with the sounds. 
12বসতে পেলে শুতে চায়Give him an inch and he will take an ell. 
13বাঁশের চেয়ে কঞ্চি বড় The chip is tougher than the old block. 
14বানরের গলায় মুক্তার মালা To cast pearls before swine. 
15অন্ধকারে ঢিল মারা To beat about the bush. 

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

: