Go Top

Important Translation( Bangali to English) 16-20

Translations

১৬) খাদ্য নিরাপত্তা বর্তমানে একটি অন্যতম আলোচিত বিষয়। বিশ্বব্যপী খাদ্য সংকটের প্রেক্ষাপটে বিষয়টির গুরুত্ব অপরিসীম। বর্ধিষ্ণু জনসংখ্যার বিপরীতে আমাদের খাদ্যোৎপাদন তেমন বাড়ছে না। এর উপর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ তো আছেই। তাই এখনই এ বিষয়ে সজাগ না হলে সামনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

Translation: Food security is one of the most talked about topics at present. The importance of this topic is unlimited in the perspective of food crisis all over the world. Our food production is not increasing in proportion to our increasing population. Moreover, there are number of natural calamities. So, if we don’t become aware about this at present, we have to face terrible circumstances.

 

১৭) ফুল প্রকৃতির এক অপূর্ব উপহার। ফুল প্রকৃতির শোভা বর্ধন করে। এটি মানুষের সৌন্দর্য বর্ধন করে। আমরা ফুল বিভিন্নভাবে ব্যবহার করি। তাই ফুলের চাষ বৃদ্ধি করা প্রয়োজন।

Translation: Flower is a wonderful gift of nature. Flower enhances the beauty of nature. It also increases the beauty of human beings. We use flowers in various ways. So, cultivation of flowers should be increased.

 

১৮) শিশুরা আমাদের ভবিষ্যত। কিন্তু বাস্তবে তাদের ভাগ্যে কী ঘটে? তাদের অনেকেই দিন মজুর যারা বিভিন্ন স্থানে কর্মরত আছে। তাদের নিষ্পাপ হাসি আর দেখা যায় না। তারা ভালবাসা, øেহ, পুষ্টিকর  খাবার, শিক্ষা, আশ্রয় ও বস্ত্র থেকে বঞ্চিত।

Translation: Children are our future. But what really happens to their lot? Most of them are day labourers who work in different places. Their innocent smiles are not seen any more.  They are deprived of love, affection, nutritious food, education, shelter and clothing.

১৯) স্বাধীনতা কোন জাতির নিকট নেমে আসে না। এটা জাতিকে অর্জন করতে হয়। স্বাধীনতা শুধু পতাকার পরিবর্তন নয়। অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।

Translation: Liberty does not descend upon a people. A nation is to achieve it. Liberty is not only the change of flag. Political freedom is meaningless without economic freedom.

 

২০) ডিজিটাল বাংলাদেশ একটি স্বপ্নের নাম। এখানে ডিজিটাল বলতে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারকে বুঝায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। দূর্নীতি দারিদ্র্য বৃদ্ধি করে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

Translation: Digital Bangladesh is the name of a dream. Here ‘digital’ means the use of information technology in every sphere. The eradication of corruption is possible in our country by the use of information technology. Corruption increases poverty. So, all of us have to come forward to build up ‘Digital Bangladesh’.


: