Go Top

বিপরীত শব্দ: ব্যাংক, বিসিএস ও অন্যান্য চাকরির জন্য part-8

বিপরীত শব্দ

যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। যেমন, বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী; জীবিত-মৃত; পিতা-মাতা ইত্যাদি। এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো, এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। যদি কারো সম্পর্কে বলা হয় তিনি বিবাহিত, তবে বোঝায় যে তিনি অবিবাহিত নন। আবার যদি বলা হয় তিনি | ‘অবিবাহিত, তবে বোঝায় তিনি বিবাহিত নন।
শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন - চেনা থেকে অচেনা; আদর থেকে অনা; নশ্বর থেকে অবিনশ্বর। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা। যেমন - ধনী-গরিব, আদি-অন্ত, নিন্দা-প্রশংসা ইত্যাদি। নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।

SLশব্দ বিপরীত শব্দ 
1সদ্ভাববিরোধ
2সমস্তঅংশ
3সম্বলনিঃসম্বল
4সরবনীরব
5সরসনীরস
6সাকারনিরাকার
7সাচ্চাভুয়া
8সার্থকব্যর্থ
9সুকৃত দুষ্কৃত
10সুন্দরকুৎসিত
11সুবহ দুর্বহ
12সুরভিনিন্দা
13সুলভদুর্লভ
14সুশীল দুঃশীল
15সুশ্রী বিশ্রী
16সৃষ্টিধ্বংস
17স্থাবর অস্থাবর
18স্থির চঞ্চল
19স্বনামে বেনামে
20স্ববাসপ্রবাস
21স্বমতপরমত
22স্মৃতিবিস্মৃতি
23হকনাহক
24হরণপূরণ
25হরদমহঠাৎ
26হার জিত
27হালসাবেক
28হালকাভারী
29হ্রাসবৃদ্ধি

: