Go Top

I'm on Fiverr with Web-development skill

বিপরীত শব্দ: ব্যাংক, বিসিএস ও অন্যান্য চাকরির জন্য part-2

বিপরীত শব্দ

যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। যেমন, বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী; জীবিত-মৃত; পিতা-মাতা ইত্যাদি। এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো, এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। যদি কারো সম্পর্কে বলা হয় তিনি বিবাহিত, তবে বোঝায় যে তিনি অবিবাহিত নন। আবার যদি বলা হয় তিনি | ‘অবিবাহিত, তবে বোঝায় তিনি বিবাহিত নন।
শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন - চেনা থেকে অচেনা; আদর থেকে অনা; নশ্বর থেকে অবিনশ্বর। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা। যেমন - ধনী-গরিব, আদি-অন্ত, নিন্দা-প্রশংসা ইত্যাদি। নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।

SLশব্দ বিপরীত শব্দ 
1আপনপর
2আবশ্যক অনাবশ্যক 
3আবির্ভাবতিরােভাব 
4আমদানি রপ্তানি
5আয়ব্যয়
6আশা নিরাশা 
7আশু বিলম্ব 
8আস্তিক নাস্তিক 
9আস্থাঅনাস্থা 
10ইস্তফাযোগদান
11ইহলোকপরলোক
12ইহাউহা 
13উচ্চ নীচ
14উৎকর্ষঅপকর্ষ 
15উৎকণ্ঠা শান্তি 
16উৎসাহনিরুৎসাহ
17উত্তরদক্ষিণ 
18উত্থানপতন
19উদয়অস্ত
20উদ্দিষ্ট নিরুদ্দিষ্ট 

: