Go Top

I'm on Fiverr with Web-development skill

প্রতিশব্দ: ব্যাংক, বিসিএস ও অন্যান্য চাকরির জন্য part-1

প্রতিশব্দ

যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে। যেমন ঘর' শব্দের প্রতিশব্দ ‘গৃহ', ‘নির্বাচন' শব্দের প্রতিশব্দ বাছাই', 'কথা' শব্দের প্রতিশব্দ বাণী' ইত্যাদি। বাক্যের প্রকাশকে সাবলীল ও বাক্যের অর্থকে সুস্পষ্ট করতে যথাযথ প্রতিশব্দ খুঁজে নিতে হয়। প্রতিশব্দ সব সময়ে প্রতিস্থাপনযোগ্য না-ও হতে পারে – প্রসঙ্গের উপরে প্রতিশব্দের ব্যবহার নির্ভর করে। যেমন ‘গৃহহীন’-কে ‘ভবনহীন’ বলা যায় না, ‘নির্বাচন কমিশন’-কে বাছাই কমিশন’ বলা যায় না, কিংবা বক্তার মুখে কথার খই ফোটে বলা গেলেও বাণীর খই ফোটে’ বলা যায় না। নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো।

প্রতিশব্দ
অকস্মাৎ আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ।
অকাল অসময়, অবেলা, দুর্দিন, অশুভ সময়, কুক্ষণ, দুঃসময়।
অক্ষয় চিরন্তন, ক্ষয়হীন, অশেষ, অনন্ত, অনিঃশেষ, অন্তহীন, অন্তবিহীন, অবিনাশী।
অতিথি মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম।
অদ্ভুত উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অভিনব, অস্বাভাবিক।
অনেক বেশি, বহু, প্রচুর, প্রভূত, পর্যাপ্ত, অধিক, অত্যন্ত, অতিশয়, অতিরিক্ত, অত্যধিক, বাড়তি, দেদার।
অন্ধকার আঁধার, তিমির, তমসা।
অবকাশ সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।
অভাবঅনটন, দারিদ্র্য, দৈন্য, দীনতা, দুরবস্থা, গরিবি, অসচ্ছলতা, অপ্রাচুর্য।
অলস আলসে, নিষ্ক্রিয়, নিষ্কর্মা, অকর্মা, শ্রমকাতর, অকেজো, অকর্মণ্য, শ্রমবিমুখ, নিরুদ্যম, জড়প্রকৃতি।
অশ্ব ঘোড়া, ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।
আইন বিধান, কানুন, ধারা, নিয়ম।
আকাশ গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।
আগুন অগ্নি , অনল, বহ্নি, পাবক, হুতাশন।
আনন্দ খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, ফুর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।
ইচ্ছা আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা ।
উত্তম শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, ভালো, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, সেরা, অতুলনীয়, প্রধান।
একতা ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা।

: